রাউজান প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে রাউজান থানার নবনিযুক্ত ওসি এ কে এম শফিকুল আলম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাউজান থানা প্রশাসনের উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় রাউজান থানার হলরুমে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান থানার ওসি।
এ সময় তিনি বলেন, রাউজান একটি সমৃদ্ধ উপজেলা। এ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিহার্য।
মতবিনিময় সভায় রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির নির্বাহী সদস্য এম জাহাঙ্গীর নেওয়াজ, এস এম ইউছুফ উদ্দিন প্রমুখ। মতবিনিময়কালে রাউজান প্রেস ক্লাব নেতারা পেশাগত দায়িত্ব পালনকালে থানা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
টিএইচ